কথা ছিল দেখা হবে সাগরের পরে,
নীল মেঘের দেশে যে দিন ফুটবে তারা হয়ে।
ভরা বর্ষার গাঙে দুই দৃষ্টি দেখবো এক সাথে,
আমাদের যা গেছে সে সকলই তারা নিয়েছে আপন করে।
কথা ছিল দেখা হবে সাগরের পরে,
তুমি থাকবে দাড়ায়ে আমার শিহরে।
আমাদের কথার ফাঁকে কাটবে রাত্রি,
তোমার আমার মাঝে ফুটবে ভোরের সুভ্রাতি।
কথা ছিল দেখা হবে সাগরের পরে,
নিদ্রা মগ্ন থাকবে যখন রাত্রি।
কথা ছিল দেখা হবে যখন আসবে একাকী,
পলাতক মেঘ হয়ে বর্ষিব সেই দিন।
কথা ছিল দেখা হবে আমার দেশের পরে,
এ বেষ ছাড়বে যে দিন।
কথা ছিল দেখা হবে আমার দেশে এক দিন।
–আগন্তুক

Leave a comment